মালিক ভরসার মাজারের ইতিহাস: নাম :হযরত খাজা শাহ্ হাছান সাঈয়্যিদ নুরুলহোসাইন আহম্মদ চিশতী। তার জন্মস্থান নবীনগর উপজেলার বড়াইল গ্রামে ।
ব্যক্তিগত জীবনে ছিলেন একজন শিক্ষক ।তারপাশাপাশিতিনি হোমিও ডাক্টার ও ছিলেন ।
তার প্রত্যেক কাজের শুরুতে তিনি মালিক ভরসা বলতেন ।সেই থেকে তার নাম হয় মালিক ভরসা ।
তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন ।
তিনি পায়েকখনও জুতা পরিদান করতেন না ।তিনি মানব কল্যাণে সবদা নিয়োজিত ছিলেন ।
অবশেষে ২০০৪ইং সালের ২৪শে এপ্রিল এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ।০৩ রবিউল আওয়াল ১৪২৫ হিজরি । বাংলা ১১ বৈশাখ ১৪১১।রোজ শনিবার ।তার মৃত্যুর পর থেকে প্রতি শনিবার গান হয় । এই সময় তার ভক্তবিন্দু সকলে আসে।সেই সাথে মিলাত মাফিল হয় ।
https://www.youtube.com/watch?v=XxL8DyfKphE
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস